জীবনের আশ্চর্য খেলা করে যারা
সংসারের সীমানা ছাড়িয়ে যে পথ আলোকময়
সেই পথে খেলার গতি ধাবিত হয় ,
আমাদের বলে যেন জীবনের নাই যে সময় ।
হে হুতাশন ,  সুখ তো বিষের মতো জ্বালাময়
তুমি সহজে পোড়াতে পারো
শুধু পারো না সেই খেলাকে পোড়াতে ।
শুয়ে আছি অন্ধকার আকাশের বুকে
এ দেহের ঘ্রাণ ভালোবেসে ,
দেখিনি কখনো গুটিকয় ইন্দ্রিয়ের আশ্রয়হীনতা ।
আমাদের ক্ষুধার অভ্যন্তরে যে নির্নিমেষ চাঁদ জেগে থাকে
সেও আশ্চর্য হয়ে দেখে অকারণ খেলার পুলক
জীবনের নিভৃত কুহক ।
তারও বুঝি ঘুম ভেঙ্গে যায়
তারপরে খেলা না বুঝেই একদিন পথপ্রান্তে
গলিত ব্যাঙের মতো লাশকাটা ঘরে নিভৃতে  ঘুমায় ।


***********************************