সকালেই কাজের মেয়েটা এসে বাবা বাবা বলে
জীবনের উত্তাপ হৃদয়ের আলোক ছড়িয়ে
জীবনের মায়া উসকে দিয়ে যায় ।
আমি দেখি জীবন হাসছে
মানুষ এখনো হাসছে ।
অনাদি , তুমি একশোর বেশি মড়া পোড়ানোর গল্প করে
মরণের কথা বোলো না ,
কিছুক্ষণ জীবনের উত্তাপ হৃদয়ের আলোক গায়ে মাখতে দাও
এখনো অনেক পথ হাঁটতে হবে ।


ছেলেটা সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছে
বিয়ে হলে বউমা ঘরে আসবে ।
মেয়েটি এসে হাসবে
জীবনের উত্তাপ হৃদয়ের আলোক ছড়িয়ে দেবে এই মরণের ঘরে ।
দেখবো জীবন হাসছে
মানুষ হাসছে ।
অনাদি , তুমি একশোর বেশি মড়া পোড়ানোর গল্প করে
মরণের কথা বোলো না
এখনো অনেক পথ হাঁটতে হবে ।


সেদিন কয়েকটা ইডলি কিনে একটা কুকুরকে দিলাম
না খেয়ে শুঁকে পালিয়ে গেল
আমি বাড়িতে এনে খেলাম ।
যে খাবার দেখে কুকুরও কাঁদছে
তা খেয়েই আজও মানুষ হাসছে
জীবন হাসছে ।
বুঝলাম জীবনের উত্তাপ হৃদয়ের আলোক গায়ে মেখে
এখনো অনেক পথ হাঁটতে হবে ।


**************************************