জলের মতো তরল হয়ে
নিচের দিকে গড়িয়ে যাবো বলে
অযুত বৎসর পৃথিবীতে আসি ফিরে ফিরে।
মা বলেছে নিচু হয়ে নিচের দিকে গড়িয়ে যেতে
বলেছে আয় আয় আয় বেটা
নিচের দিকে আয়
কাঁপা কাঁপা হাতে অদ্ভুত ইশারায়।
মানুষ উঁচু  হয়ে চাঁদকে বগলদাবা করে
ইহকালেই জয়ী হতে চায়
কে আর নিচু হয়ে নিচের দিকে যায়?
হতে চেয়েছি তরল ও সরল
তবু বলি ওগো ভগবন এক ফোঁটা মিশিয়ে রেখো গরল
কেউ কেউ পান করে যেন মরে যায়
লেলিহান আগুনের দীপ্ত শিখায়।


*****************