যুবতী জেনেছে আজ এ নির্জন পথ
হৃদয়ের নিরুত্তাপ আলোকে সমাহিত নয়
ছড়িয়ে রয়েছে ভয় ।
সেই পথ অশান্ত নদীর মতো আবর্ত-সংকুল ।
তৃষিত হৃদয় নিয়ে ঝোপের আড়াল থেকে
অকস্মাৎ বেরিয়ে আসে যে যুবক তার বুকে
অভিশপ্ত কামনা সব দীর্ঘকাল ধরে জমে আছে
তরল হবার অপেক্ষায় ,
সে আজ লুকোবে কোথায় ?
কে রেখেছে কোথায় রেখেছে সেই স্থান ?
পৃথিবীর বুকে এত স্থান তবু শাড়ীর ভাঁজের নীচে
তার কোমল মাংস মেদের বড় স্থানাভাব ।
তার যুগ্ম ভুরু বিপন্ন বাদুড়ের ডানার মতো এদিকে ওদিকে ওড়ে
ঈপ্সিত মধুর স্থান চায় ,
শেষে তীর-বিদ্ধ কঠিন মাটিতে ভেঙ্গে যায় ।


যুবতী জেনেছে আজ
অসুস্থ পশুর চেয়ে অসুস্থ মানুষ আরও বেশি ভয়ংকর ।
পশুর পিঠে বসে নির্জন পথে পাখি সব
মানুষের পদশব্দে পাখিরা পালায় ।


************************************