নিশ্চুপভাবে বসে আছি
পাশেই পড়ে আছে আমার লাশ
যেমন প্রতিটি মৃত্যুর আগে
তার লাশ পড়ে থাকে ।
একজন দেখে বিপজ্জনক বাস ঝম ঝম ঘট ঘট
শব্দ করতে করতে ধুলোবালি উড়িয়ে চলে গেল স্থবিরতা মুছে দিয়ে
অন্যজন খোঁজে না সেরূপ ইন্দ্রিয়ের ঝংকার
বড় বেশি বিবশ তার দেহ মনের সচল বিস্তার ।
অনেক দিন আর রাতের গল্প শেষে
মানুষ  নিশ্চুপভাবে বসে থাকে কিছুক্ষণ
বেশ কিছুক্ষণ
স্তব্ধ হয় গৃহস্থালির নির্ভয়ে নির্মাণ
থেমে যায় বিপথগামী মানুষের হা -হুতাশ
ঠিক তার পাশেই পড়ে থাকে লাশ ।
একজন জীবিত থেকেও মৃত
অন্যজন মৃত তবুও জীবিত ।


*********************