তোমরা আমাকে কবি বলছ ?
ট্রাক্টরের নিচে কবির কলমটাকে ফেলে দিলাম
তার স্বপ্ন কল্পনা সব ।
আমি চাই মৃতবৎসা হাসতে শিখুক
তার ছায়া চুমু দিতে শিখুক ।
মূকের মুখে ভাষা দিয়ে বলতে চাই
তোমরা যা বলতে পারো আমরা পারি না ,
বধিরের কানে শোনাতে চাই
তোমরা যা শুনতে পাও পৃথিবীর কেউ পায় না ।
আমি চাই অন্ধ যেন তার হারানো যষ্টি খুঁজে পায় ।
আমরা তো চোখ থাকলেও অন্ধ
মুখ থাকলেও মূক
হৃদয় থাকলেও তা পাষাণ ।
ধর্ষিতার হৃদয়ে হাত বুলিয়ে বলতে চাই
মা ,তোমার কিছু হারিয়ে যায়নি
এই দেহ ঈশ্বরের অনবদ্য সৃষ্টি ।
তোমরা হয়তো জানতে চাইবে
এত আগুনের আঁচে শুয়ে আছো কী করে কবি ?


তার আগেই ট্রাক্টরের নিচে কবির কলমটাকে ফেলে দিলাম
আমি চাই তোমরা আমাকে কবি না বলে
মানুষ বলো ।


************************