আমরা দেখেছি সন্ধ্যা নেমেছে সকালে
রোদ্দুর মেখে মিথ্যার গালে চুমু সব
দেখেও দেখি না মৃত্যু থেমেছে অকালে
নুন ভাতটুকু তবু তার বুকে কলরব ।


ভাবছে সবাই কিভাবে কাটছে দিন
কেউ তো ভাবে না আজ আছি কাল নেই
মানুষ এখনও স্বার্থের দেহে লীন
কালের রথের চাকা একদিন থামবেই ।


আজকে দিবস গোধূলির রং মেখে
ঘরে ঘরে আসে কেটে যায় আঁকিবুঁকি
সন্ধ্যা প্রদীপ নিভেছে আঁধার এঁকে
হাসছে মৃত্যু জীবন তবুও সুখী ।


কালের ঘণ্টা শিশু তো শোনেনি কভু
আমরা শুনেছি শিশু হওয়া বাকি তবু ।


********************