কবি আজও দেখে আকাশের বুকে কাঁপছে একটি তারা
শত বেদনায় কাঁপে তার বুকে বিষাদের বিভাবরী
প্রভাতের বুকে কাঁপছে অরুণ রাত্রিও দিশাহারা ।


এখন এখানে জমে আছে দুখ হৃদয়ের খেলাঘরে
মানুষের বুক অজানা ব্যথায় কেঁপে ওঠে বার বার
কবি ও কবিতা চিরকাল কাঁপে বেদনার বালুচরে ।


জীবন কাঁপছে মৃত্যুর ভয়ে শ্রী-হরিকে দেখে হরি
রোদসীর বুকে জমেছে কুহেলি যেন ঘন যবনিকা
সুখ কাঁপে আজও অসুখ নিমেষে হানে তার তরবারি ।


তরুও দেখেছে পাতায় পাতায় কম্পন সারা-বেলা
কেঁপে কেঁপে ফুল ঝরে পড়ে আজও ঊষর ভূমির বুকে
জীবনের বুকে কম্পন শুধু কম্পন করে খেলা ।


**********************************