হৃদয়ের উচ্ছ্বাস ফেলে কেন তুমি পাহাড়ের দিকে যাও ?
ওখানে মৃত্যু করে খেলা
মানুষ খায় না দুবেলা
যৌবনে নেমেছে অকাল বার্ধক্য
হৃদয়ের উচ্ছ্বাস ফেলে কেন তুমি নিঃশব্দ পাথরের কাছে যাও ?


বরং সাগরের দিকে যাও ।
শিশুর মুখের হাসির মতো তারার কম্পন দেখো  ,
ওখানে বেদনায় উচ্ছ্বাস ঢাকে না
ওখানে আকাশ কাঁদে না
তুমি আরও জীবনের গান শুনে সাগরের দিকে যাও
একা একা কেন তুমি  নিঃশব্দ পাহাড়ের দিকে যাও ?