কেউ পাশে নেই বলে চিনেছি আকাশ
পেয়েছি আপন করে পশু আর পাখি
গায়ে লাগে দুরন্ত ঝড়ের মতো শ্মশানের শ্বাস ।
ভুলে গেছি বহুদিন বিষাক্ত ছোবল সমাজের
পাশে নেই একটি মানুষ ।
যে পাহাড় স্থির বলে জানে লোকে
সেতো দেখি বড়ই চঞ্চল
দেবদারূ বুকে নিয়ে সেও গেছে পেয়ে
জীবনের স্পন্দন অতল ।
আমিও স্তব্ধতায় সুখী এক গাছ
শিকড়ে শাখায় আজ বহুদূর প্রসারিত
অচেনার সুর ও সমাজ ।


*****************************