প্রসবের পরেও মায়ের প্রসব বেদনা তীব্র কেন হল
এখনো বুঝি না
করুণ দৃষ্টি মেলে শুয়ে আছে মৃতপ্রায় কন্যার জননী
ওঠা নামা করে তার অশ্রুর পারদ ,
দাও মাগো তুলে নেব তোমার হৃদয়ে ঢাকা
লাঞ্ছনার সবটুকু মদ ।
কন্যার জন্ম দিয়ে আর কান্না নয়
নিতে আমি এসেছি মা সব শোক আর যত ভয় ।
পুত্র তো জ্বালে না দীপ সাজায় না দুহাতে সংসার
কন্যা ছাড়া সংসারের সব দেখ শুধুই অসার ।
মমতার রূপ নিয়ে কন্যা আজও জেগে আছে জানি
সকলেই জানে দুনিয়ার রক্ষাকর্ত্রী জগজ্জননী ।


পৃথিবী-তো নিজে কন্যা
কত সহস্র কন্যার জন্ম দিয়েও কীভাবে সে ভুলে গেছে প্রসব বেদনা ?
এবার গ্রামে ও শহরে ধ্বনিত হোক কন্যা কন্যা কন্যা ।*****************************