আমার মেয়ের রূপ ধরে বড় দূরে শুয়ে আছো বিবেক আমার
কিছুক্ষণ কাছে এসে বস ,
তোমার শ্বেত কপোলে রেখে হাত
ভুলে যাবো স্বার্থের নিগূঢ় আঘাত ।
আমি ক্লান্ত মানুষের ভাষা খুঁজে খুঁজে
মৃত মানুষের মাঝে খুঁজে মরি ভাষা ,
কাছে এসে বস মেয়ে কমণ্ডলু নিয়ে
হৃদয়ের স্থাপন করো মানবিক-বোধের পিপাসা ।
তোমার শ্বেত কপোলে রেখে হাত
মরে যাবো সুদূর অচলে ,
নিয়ে চলো মেয়ে সরল মানুষ করে বোধিবৃক্ষ তলে ।


আমার মেয়ের রূপ ধরে বড় দূরে শুয়ে আছো বিবেক আমার
কিছুক্ষণ কাছে এসে বস ,
ভুলে যেতে দাও রক্তে মিশে আছে যত স্বার্থের দুরাশা
হৃদয়ে রোপন করো মানুষের মতো এক মানুষের ভাষা


**************************************