সাধনার বুকে মরে গিয়ে
একাগ্রতা চাইনি কখনো আমি ।
আমি দেখি বিধবার সাদা থান কাপড়ের মতন সকাল ,
হিংস্র বাঘের মতো যে রাত নেমে আসে
সেখানেও মানুষের পদচিহ্ন খুঁজি ।
সকলের মাঝে থেকে
দেখে যেতে ইচ্ছে করে ফুটন্ত সকাল ।
একাগ্রতা চাইনি কখনো আমি ।
উঠানামা করে যত মানুষের দেহের পারদ
তাই দেখে মিশে যাবো মানুষের মাঝে চিরকাল ।
কী করে আমাকে নেবে শমন এখন ?
কেন সে জ্বালাতন করে অসময়ে ?
পৃথিবীর মানুষের দেহের সব ক্লান্তি সবটুকু মদ
পান করে চলে যাবো
খুঁজে নেব  মানুষের উচ্চাবচ দেহের পারদ ।


*************************************