মানুষকে বলার সময় নয় আজ
সকলেই জানে সব
নিজেকেই যা বলার বলি
এতকাল নদীতীরে বসে শুনেছি রাতের কল্লোল
মানুষের মিছে কলরব
কার ভেসে চলে যায় শব ?
সেও তো মানুষ ছিল
তবে কেন চুপ করে ভেসে যায় ?
আজ মানুষকে বলার সময় হল শেষ
প্রদীপের নেই আর প্রদীপ্ত প্রকাশ
নিজেকে বোঝানোর এই অবকাশ ।
তবু কেন মায়া জাগে ?
সেটুকু কী ফেলে দিতে পারি দিবাভাগে?
মানুষকে বলার সময় নয় রাতে
নিজেকে ভেজাতে পারি প্রভাতের
আলোকসম্পাতে ।


***********************