অনেক দেখেছি আর অনেক ছুঁয়েছি
তাই আজ মানুষও এঁটো হয়ে গেছে
চারপাশে কেউ নেই
নিঝুম রাতের বুকে সকলেই বড় একা  
তবু যেন একা থাকা নয়
বিবিক্ত মনের মাঝে মাছি আর মশার
চিৎকারের এসেছে সময় ।
ভারততীর্থে আজ কান্না কী
নতুন করে শুরু ?
তা নয় , মানুষ চিরদিন শুনে আসছে
প্রখর দ্বিপ্রহরেও অচেনা মেঘের গুরু গুরু ।
কোথাও লুকোনোর স্থান নেই
চারপাশে শুয়ে আছে শীতল মরণ
মানুষই এঁটো হয়ে গেছে তাই
মানুষকে না ছোঁয়ার প্রতিজ্ঞা এখন ।


***********************