পাখিটি  শাবকের কাছে ছিল মৃত্যুর প্রাক্কালে  হয়তো বলেছিল কেন ছেড়ে যাবে ?
কোথা ছেড়ে যাবে
পৃথিবীর বুকেএখন গভীর নিস্তব্ধতা ভরদুপুর
গাছেরও পাতায় পাতায় বাজে
যেতে কেন দেব সেই মর্মান্তিক সুর ।
কেউ যদি কারো নয়
কেন তবে আকাশে বাতাসে ভাসে সেই স্বর
কেন চলে যাবে বহুদূর ?
মানুষেরও হৃদয়বীণায় বাজে
অজান্তেই করে দেয় বেদনাবিধুর ।
তবুও তো চলে যায়
কে যে প্রিয় পৃথিবীতে এখনো বুঝি না ।
ওগো দেবদাদারু তুমি কী শুনেছো
সেই মর্মান্তিক স্বর ?
হয়তো বা বহুকাল শুনে শুনে
তোমারও গায়ে আজ জ্বর ।


************************