মৃত মানুষের চিৎকার শুনে শুনে
অতি ক্ষীণ স্বরে গাছেরা বলছে কথা
বন্ধ হয়েছে শিশুদের খেলা সব
জলে ভাসে তারা নদীটি খরস্রোতা ।


অথচ গাছেরা স্থির ছিল কতকাল
মানুষের নেশা আজ শুধু মৃগয়ায়
পাখিরাও করে কানাকানি চুপিসারে
ডুবছে নৌকা এসে মাঝ দরিয়ায় ।


এইতো সেদিন মানুষের ঘরে ঘরে
উৎসব ছিল মৃগয়া ছিল না কভু
পাখিরা শুনতো চুপ করে কথকতা
মাথায় বসতো উড়তো না তারা তবু ।


রক্ত এখন রক্তের মতো লাল
মাংসে ভরেছে মানুষের দুটি গাল ।


****************************