মৃত্যুভয় তাদের
যারা ভাবে বেঁচে আছি পৃথিবীর বুকে
অর্থ কীর্তি সচ্ছলতা আছে
আর আছে গৃহিনীর প্রেমের পরশ
আমার যে প্রতি অঙ্গ হয়েছে অবশ
বেঁচে আছি বলে কখনো ভাবি না ।
অর্থ কীর্তি সচ্ছলতা নাই
গৃহিনীর প্রেমের স্পর্শ নাই
কখন ঝড়ের বেগে উড়ে গেছে সব
সর্বাঙ্গে আমার নাই নাই নাই শুধু রব ।
আমার আর মৃত্যু ভয় নাই
মৃত্যুই আমার কাছে ভয় পেয়ে পিছিয়ে  যায়  
কালই রাতে মৃত্যু এসে বসেছিল কাছে
কথা কাটাকাটি হল
গালে তার ঠাস করে বসিয়ে দিলাম চড়
তিনটে দাঁত খসে পড়ল
কাঁদেনি রাগেনি চিৎকারও  করেনি
হাসতে হাসতে বলে গেল, “ আমিও বুড়ো
হয়ে গেছি এ সব নকল দাঁত ছিল ।
তুই তো মৃত্যুঞ্জয়
তারাই আমাকে করে ভয়
যারা ভাবে বেঁচে আছি বেশ আছি
জড় পাথরের মতো
তুই যে  দেখেছিস বহু আগে
পৃথিবীর কালসন্ধ্যাবেলা
মানুষের শেষ হয়ে গেছে সব খেলা ।”


*************************