নদী আর পাহাড়ের মাঝে স্থির হয়ে আছি
ঠিক যেন জল আর বরফের মাঝে
গতিশীল নদী ডাকে
জীবন যেদিকে চলতে থাকে
পাহাড়ও হাত ধরে টানে
বলে শব্দহীন হও পাখিদের গানে ।
এর মাঝে দাঁড়িয়ে আছি কতকাল
এভাবে কী থাকা যায় ?
যে কোন একদিকে চলে যেতে হবে
জীবনের স্রোতোধারা ভেসে যেতে বলে
দেখাতে চায় জল
উচ্ছল ঝর্ণার মতো যা শুধু করে কল কল
শৈশবে দেখা বোষ্টমীও বলে
আয় পাহাড়ের দিকে
তবু  মাঝখানে
স্থির হয়ে আছি ।
সঙ্গোপনে বিশ্লিষ্ট হয়ে গেছে
বিষণ্ণ বিবর্ণ রাতগুলি ।


***************************