নিজেকে ছুঁতে চেয়ে কতবার
ভাঙ্গা আয়নার  সামনে দাঁড়িয়েছি
আমার মুখ আমাকেই ব্যঙ্গ  করেছে ।
ছুঁয়ে দেখতে চেয়ে বহুদূর হেঁটেছি পথ
কতদূর যাবো আমি আর ?
চুপ করে সহ্য করি বেদনার তীক্ষ্ণ প্রহার ।
যেদিকে  দৃষ্টি ফিরিয়েছি শুধু নারী আর নদী
ভয় পেয়ে পিছিয়ে  পড়েছি , ভেসে যাই যদি
ডুবে যদি যাই নিশ্ছিদ্র আঁধারে
কে দেখবে নির্জনে সংগোপনে সুখের আলেয়া ?
মানুষ জানে না আজও
নদী আর নারীকে যায় না ছোঁয়া
আমিও ছুঁতে চাইনি
কেবল নিজেকে ছোঁব বলে
কেটে গেছে বিনিদ্র রজনী ।


************************