নিজেকে ফাঁকি দিয়ে মানুষ আর কতদিন কোথায় পালাবে ?
যেখানে সে যাবে সেখানেই রাতের জলস্রোত
মনন হনন করে কিছুদিন রাজা হতে চায়
তাও কী সে পারে ?ভেসে যায় সেই জলস্রোতে ।
সারা দেহে ক্লান্তি তার নিষ্প্রভ মলিন চেহারা
অবসন্ন হয়ে বিবেকও ঘুমিয়ে পড়ে রাতে
কেউ তার পাশে নেই , কে দেবে পাহারা ?
পারে না সে অনভ্যস্ত শিশুর হাত দিয়ে
ছিঁড়ে দিতে বিড়ম্বিত জীবনের গ্লানি ,
অমৃতের স্বাদ পেতে পারে না সে আর
এখানেই মরে যায় গায়ে মেখে
তমসার বেদনার তীক্ষ্ণ প্রহার ।


********************************