অসার্থক  সময়ের বুক চিরে
নির্লিপ্ত জ্যোৎস্নার বুকে এসো ।
এই যে নিষিদ্ধ রাত নির্মানুষ পৃথিবী যেখানে
তারও এক রূপ আছে
ছুঁয়ে দেখো তুমি একবার ।
সবই জেনেছো যদি তাহলে কেন আর
নিশ্ছিদ্র  রাতের গর্ভে শুয়ে আছো প্রেমিকা আমার ?
এই দেহে কীট বাসা বাঁধে
এইসব কামনা বাসনার শিকড় ছিঁড়ে যায়
অযোনিসম্ভব এক স্নেহের ছায়ায় ।
এই মুহূর্তে এসো হাত ধরা ধরি করে
নির্লিপ্ত জ্যোৎস্নার বুকে হাঁটি ।
দূরে রাখো তোমার ঐ রূপের সম্ভার
সময় এসেছে আজ
মরণের কাছে অনেক শেখার ।


***************************