হরিণীর বিলোল চাহনির মতো প্রভাত এলো
তার বুকে লেগে থাকে মানুষের ঘাম
প্রভাতের অরুণের বুকেও তার গন্ধ পাই ।
সেই ঘাম সেই স্বপ্ন যাদের করে মদির বিহ্বল
তারা পায় জীবনের রূপ রস গন্ধ
তারা শোনে জীবনের গান ;
কেউই জানে না সুদূর পাহাড়ে লেগে কেন তার হয় অবসান ।
সেই রূপ সেই চাওয়া বড় বেশি চঞ্চল করে তোলে
আমাকে স্পর্শ করে না ।
কী করে করবে ?
নিশ্ছিদ্র অতল আঁধারে নিঃসঙ্গ আমি
সমুদ্রের মতো মুখর জীবনের কতশত জিগীষা
কী করে আমাকে ছুঁয়ে যাবে ?


**************************************