কখন এসে দাঁড়িয়েছি আহত শহরের বুকে
তাও তো জানি না
     কলকাতা
ওগো আহত শহর এসো অন্য-খানে ।
বাঁকুড়ার ছেলে আমি
ছুঁয়েছি তোমার বুক
ছুঁয়েছি পাথরের মতো দুটি হাত
দেখেছি আঘাত তার রেখে গেছে ক্ষতচিহ্ন
আত্মঘাতী প্রেমিকের কাঙ্ক্ষিত আবেগ
তোমার ল্যাম্পপোস্টে আজও ঝুলে আছে ।
যত বেশি আঘাত
তার চেয়ে আরও বেশি আঘাতের শাণিত শব্দেরা ।
আঘাত পেয়েছ আমি জানি
তবে আমার মতো রাতের বমি সাফসুতরো করে
তপস্বীর বেশে গেছ কোন-খানে ?


তুমি এসে আমার হাত ধরো
যাবো অন্য-খানে
যেখানে অপাপবিদ্ধেরা আঘাতের সব দাগ ধুয়ে ফেলে
সমুদ্রের উত্তাল কল্লোলে ।


*****************