ওগো মেঘ বৃষ্টি ঝরাও কেন ?
মানুষের গায়ে বৃষ্টি ঝরাও কেন ?
শুধু শস্যক্ষেত্র ছাড়া কণ্টকক্ষেত্রে
বৃষ্টি ঝরাবে না আর ।
মানুষ যে এখানে ধর্ম কি না জেনেই
মানুষের গলা কেটে ছড়িয়ে দেয়
পথে ও প্রবাসে
বাতাস বারুদের গন্ধ মেখে
আজ একলা নিস্পন্দ  হয়ে আছে ।
তুমি হয়তো ভাবছো মানুষ কী করে পারে
মানুষের গলা কেটে হি হি করে হেসে
উর্ধ্বে  ওঠাতে তার মুষ্টিবদ্ধ  হাত
ধর্ম যে ধারণ করা না বুঝে কী করে পারে
রক্তে রাঙাতে কোষমুক্ত  তীক্ষ্ণ তরবারি ?
তুমি আর মানুষের গায়ে বৃষ্টি ঝরাও কেন
ঘরে ফিরে যাও
ভারততীর্থে আজ মানুষের বিপদেও
মৃতদেহের মাঝে বসে মানুষের জয়ের উৎসব ।


*********************************