সুখ তুমি নির্জনে আমাকে নিয়ে বহুদিন শুয়েছিলে ,
শয্যাসঙ্গিনী হয়ে দিয়েছিলে দেহের উত্তাপ ।
এবার যেতে হবে ; অকাশে ঘনালো মেঘ ,
চেয়ে দেখ বৃষ্টি হতে পারে ।
তোমার কোমল দেহ ভিজে গেলে ,
সর্দ্দিজ্বরে ভুগতে পারো ;
তারচেয়ে চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি
সাগরের পারে ।
আমি এসে দরজা বন্ধ করে ,
শুয়ে যাবো নিঃশব্দে নির্জনে ।


দুঃখের অট্টহাসি দেখে ,
তোমার চোখের জল সেদিন ঝরেছে বিছানায় ;
আজো তাই মনের আকাশে নিষ্প্রদীপ সন্ধ্যা ঘনায় ।