সে দিন শুনিসনি কোন কথা ,
যা প্রকৃত ভালোবাসা নয় তারই টানে ঘর ছেড়ে চলে গিয়ে
আজ ফিরে এসেছিস বুকে ।
আঘাতের দাগ তোর মুখে ;
দুঃখের দাগ তোর চোখে ।
এরপর তুই বুকে ঘুমো ,
সন্তানের মুখে দিয়ে চুমো ।
আমি জেগে থাকবো শিয়রের কাছে ,
কেটে যাবে বিনিদ্র রজনী ।
এ বুড়োর হাড় কামনার বিষাক্ত বাতাস ,
মুখোশধারী ভালোবাসার বিষাক্ত বাতাস ,
কাঁপাতে পারবে না কোন দিন ।


জীবনে অনেক ব্যথার গন্ধ পেয়ে বুড়ো হয়েছি ,
জীবনে এমন চোরাবালি অনেক দেখেছি ,
জীবনে অনেক কষ্ট পেয়ে পাথর হয়েছে বুক ।
তুই নিশ্চিন্তে থাক ,
এইখানে পাবি তুই সুখ ।


যখন প্রভাত এসে উঁকি ঝুঁকি দেবে ,
ভালোবাসা শোনাবে কানে কানে ;
তোর এই বুড়ো বাপ শেখাবে তোকে ,
জীবনের অন্য এক মানে ।
*********************************