মন তোকে কতবার বলেও পারিনি ;
যেখানে সেখানে তুই চলে যাস না বুঝে সময় ।
এখন সব শেষ হয়ে গেছে, মরে গেছে আমার ঘরনি ;
আজো তুই দেহজ কামনায় মরে যাস এতো ভালো নয় ।
পৃথিবীতে ধন ,মান,দেহসুখ,সবই দিয়েছি তোকে  ঢেলে ;
এখন কিছু বাকি নেই , তবু তুই রোজ ছুটে যাস ।
বলতো কখন তুই চুপ হয়ে যাবি কত পেলে ?
কখন তৃপ্তির স্বাদ তোর বুকে দিয়ে যাবে মাধুর্য্য নির্যাস ?


সেদিন শবাগারে গিয়েছিলি , শবাধারও দেখেছিলি ভোরে ।
এখানে যে হৃদয় গুলি ফলেছিল অর্থ , প্রেম , কামনাকে নিয়ে ,
তারা তো গিয়েছে চলে , তুই দেখে বলেছিলি মোরে ;
পৃথিবীর সব কিছু জঞ্জাল শুধুই ফেলে দাও সাহারায় গিয়ে ।


এরপর থাক না পাষাণী , থাক চুপ করে ;
কেন মারতে চাস রাক্ষুসি আমাকে আকাঙ্খার জ্বরে ?
****************************************