এমন কিছু ব্যথা আছে , ব্যথাগুলি দুঃখের কবিতা ;
এমন কিছু চিন্তা আছে , চিন্তাগুলি সুখের সবিতা ।
এমন কিছু শব্দ হয় , শব্দগুলি স্তব্ধ যেন বুকের ভিতরে ;
এমন কিছু  আশা হয় , আশাগুলি ভেঙ্গে যায় পথের পাথারে ।


এমন কিছু শান্তিফেরে ,শান্তিগুলি গোধূলি বেলায় ;
এমন কিছু ক্লান্তি ফেরে , ক্লান্তিগুলি সংসার খেলায় ।
এমন কিছু প্রেম আসে , প্রেম প্রীতি স্বার্থের মুখোশে ;
এমন কিছু স্মৃতি আসে , স্মৃতিগুলি তন্দ্রার আভাসে ।


এমন অনেক জন্ম হয় , জন্ম যাদের অভিশাপ থেকে ;
এমন অনেক মৃত্যু হয় , মৃত্যু তাদের অশ্রুরেখা আঁকে ।


***************************************