মানুষের মন বহুকাল ধরে স্বপ্নের জাল বুনে ;
খেলাঘর জানি ভেঙ্গে হবে মরুময় ।
মনের আকাশে দেখা দেবে অমানিশা ;
মানুষ তবুও ভ্রান্তির পাশে জীবনের গান শুনে ।


এখন এখানে ঊষর ধূসর বালুকার বেলাভূমি ;
অর্থলিপ্সু করে গেছে কোলাহল ।
দুঃখের ভারে নুয়ে পড়ে মহীরুহ ;
ধরাতলে তবু প্রণসঞ্চার করে অন্তর্যামী ।


যে ভাবনাগুলি ছেড়ে চলে যায় মানুষ সন্ধ্যাবেলা ;
সেই ধ্বনিটুকু প্রতিধ্বনিতে মিশে ।
শেষ শব্দের স্তব্ধ দীপের শিখা ;
পৃথিবীর বুকে চিরকাল হবে জনম ও মরণ খেলা ।


দৃষ্টি আমার সাগরের জলে ডুবে ;
বিজন বনেতে পাহাড়ের কোল ঘিরে ;
স্বপ্ন মাধুরী সেখানেও ঘিরে থাকে ;
শান্তির নীড় মিশে যাবে শেষে প্রতিধ্বনি ও শবে ।


****************************************