চলে যাবো একদিন সেদিন শয্যার পাশে  ;
শীতল হাতের স্পর্শ করিবেনা বেদনা বিধুর  ।
আমার অন্তরে তখন হাহাকার যাবে মিশে ,
হোমাগ্নি শিখার মতোই দেখা দেবে বেদনা মুকুর  ।


ধরাতলে মোর নাম মুছে যাবে জানি অমারাতে  ,
তখনও প্রাণের মোহে নক্ষত্রেরা মেলে দেবে সন্নত নয়ন  ।
আমার মলিন বুকে ডাক দেবে উজ্জ্বল প্রভাতে  ;
সেদিন সন্ধ্যার বুকে জ্বলে যাবে প্রাণের হনন  ।


ফিরে এলে পুনরায় রেখে যাবো মেদিনীর মান  ,
ফুল কিংবা পাখি  হয়ে মানুষের মাঝে  ,
সৌরভ বিলিয়ে দিয়ে গেয়ে যাবো গান  ;
দারিদ্রের কোলে শুয়ে মিশে যাবো সাঁঝে  ।


তখন শীতের রাতে কেঁদে যাবে রূপসী অঘ্রান  ।


****************************************