যেদিন  মানুষগুলি  দয়া , প্রেম , সব বিলিয়ে দিয়ে
পৃথিবীর পথে হেঁটে যাবে  ;
সেদিন মানুষই নয় , পাখিরাও অশ্রু মুছাবে  ।


সরল মানুষ কবে হবে  ? নিরাবরণ মনুষ্যত্ব কবে হবে  ?
যাদের হৃদয়ে ফলে যাবে নব নব প্রেম ,
বেদনার , আঘাতের সমুদ্র সফেন ;
পার হয়ে তারা মিশে যাবে অরণ্যের  বুকে  ।
সেরকম মানুষ কবে হবে  ?


যেদিন মানুষগুলি সঞ্চয়ের ভারে নিরানন্দ হয়ে
মূক বধিরের মতো থাকবে না  ;
কপট ছলনার মাঝে নিজেকে  হারাবে না  ;
সফেন ভয়ের স্রোত তাকে ভাসাবে না  ;
তারা সেদিন ঘুমিয়ে যাবে পৃথিবীর কোলে  ।
তারা সেদিন ঘুমিয়ে যাবে  ব্যথাতুরা নারীর অঞ্চলে  ;
তারা  সেদিন ঘুমিয়ে যাবে  স্বার্থ আর কামনাকে  ভুলে  ।
সেরকম মানুষ কবে হবে  ?


পড়ে থাকবে  পৃথিবীর  রুদ্ধশ্বাস  ধুলো  ;
যেখানে তাদের নিঃশ্বাস  পড়েছিল  ।
বাতাস  মুছাবে  সেদিন  ;
মুছে দেবে  ক্লান্তির স্বেদ  ;
সময়ের গভীর  অঞ্চলে  ।


সেরকম মানুষ  কবে হবে  ?
যারা  দয়া ,প্রেম  বিলিয়ে  মরে যাবে  ?


**************************************