সুমন  ঝুলছে ,
মৃত্যু ঝুলছে ,
ফাঁসির দড়িটা ঝুলছে ।
আম গাছটা পাশে রেখে যখন হেঁটে যাই , অন্তর ভয়ে কেঁপে উঠে ;
কে যেন সবল বাহুতে আমার কণ্ঠরোধ করে  ;
অনেক কথা বলে ইশারায়  ।
যে দড়িটা গাছটার ডালে ঝুলছে
সেটা যেন আমার গলায় চেপে বসে  ;
অনেক কথা বলে অমানিশায়  ।


সুমন মরে গেছে  ,
ওর যৌবন মরে গেছে ,
ওর প্রেম মরে গেছে ,
এখনো দড়িটা ঝুলছে ডালে ; আমাকে বলছে  ,
আয় , কাছে আয় , তুই আমার বুকে আয়  ।


আমিতো সহজেই ধরা দিতে পারি  ,
কিন্তু বাড়ীর গোছ গাছ না করে ধরা কেন দেবো  ?
মনে  মনে বলি ,
এখন যাবো না ,
ঝুলবো না ,
মরণের গান শুনবো না ;
তুই একাই ওখানে ঝুলতে থাক কুয়াশায়  ।


**************************************