গল্প বলা শেষ হলে ভেঙ্গে যায় এই খেলাঘর  ;
স্বপ্নগুলি ভেঙ্গে গেলে মানুষ কোনখানে আসে  ?
দিন রাত্রি কতগুলি  জীবনের  কয়েকটি প্রহর  ;
স্মৃতিগুলি মুছে যায় ,স্বপ্ন মিশে আকাশে বাতাসে  ।


পৃথিবীতে , এইখানে , কখনো কী মানুষ ছিল না  ?
প্রেম প্রীতি , গৃহস্থালি , গড়েনি কী স্বপ্নের দেউল  ?
ছিল সবই , আজো আছে , মিথ্যা জানি মরণ কামনা  ;
জীবনের ঠুনকো সুখে সকলেই করে যাবে ভুল  ।


তবু জানি ক্লান্তি আসে স্বপ্নের নীড় ভেঙ্গে গেলে  ;
সুখ যেন সুখ নয় ,গাঁথা  আছে কয়েকটি ব্যথায় ।
দেওয়া নেওয়া , লুকোচুরি , গল্প বলা শেষ হয়ে এলে  ;
মঙ্গল শাঁখের শব্দ কানে আসে জীবনের গোধূলি বেলায় ।


****************************************