আনন্দ , চোখের জল , দুর্ঘটনা , প্রেমের আঘাত  ;
সবকিছু ঢেকে  গেছে  সময়ের দেহের ভিতরে  ।
সে  কারো দাস নয় ,ছায়া নয় ,নিজের  ইচ্ছায় চলে পৃথিবীর বুকে  ,
নির্ঝরিণীর মতো  ।


তার  দেহে শুয়ে আছে  আমার শৈশব  ,
যৌবনের  রঙ্গিন বাসনা  ।
সাফল্যের  যে  চাবি হারিয়ে গেছে কবেকার  রাতে  ,
সেই চাবি  থেকে গেছে সময়ের  দেহের ভিতরে  ।
তার ক্লান্তি নেই , কারো  জন্য সে  অপেক্ষাও করে না  ;
তার দেহে  ঘুমিয়ে আছে পৃথিবীর আদিমতম রূপ  ,
মানুষও  সেই দেহে হয়েছে  বিলীন  ।


আমার  কান্নার  সুর তার  দেহে মিশে  গেছে ,
সকালে  বিকেলে  ।
সময়ের  গভীর  অঞ্চলে  ,
নিভে গেছে মানুষের  জঠর  অনল  ।
ঢেকে  গেছে কত শত  বীর পুরুষের জয় পরাজয়  ;
মরে  গেছে অত্যাচারী  শাসকেরও  নিষ্ঠুর  হৃদয়  ।


****************************************