হে  ঈশ্বর  ; ধন , মান , দেহসুখ , সচ্ছলতা  নয়  ;
চেয়েছি  তোমার   প্রেম  হৃদয়ের  মাঝে  ।
পিঁপড়েরও  পায়ের  শব্দ   পাও  তুমি   ;
তুমি  কেন  নীরব   এখনো  শুনে   আকুলতা   ?
জানি  আমি  শুনেছ  সেই কথা  ;
তাই  দিয়েছ   কত  ব্যথা  ,
নিভৃত   হৃদয় দ্বারে  ।
দেখতে চেয়েছ  ক্ষুদ্র  মানুষ  এক  বেদনার  পিপাসার ,
স্পর্ধা   কেন   করে   ।


জীবনসঙ্গিনী    মোর  অসময়ে  মরে  গেছে  ;
কন্যা  মোর  জীবিত   হয়েও  মরণের   কোলে   শুয়ে   আছে   ।
পার্থিব  সুখ , সচ্ছলতা , যা  পেয়েছি  পৃথিবীর  মানুষের  চোখে
বেশি  নয়  ;  আমি  তা  নিয়ে  সুখে আছি  ,
বেশ   সুখে  আছি  ;
কোন    প্রার্থনা  নেই  আর   ।
কিন্তু এত   কম  বেদনা  পেলে , পাবো  কী  তোমাকে  ?
কোন  অস্ত্রে   হারাবে   আমাকে  ?
আরো  চাই , আরো চাই  , অফুরন্ত  বেদনা  আমার  ;
ধন , মান , দেহ সুখে  যার  অনীহা  এসেছে  বার  বার  ,
তাকে  তুমি   হারাবে  কী করে , দিয়ে  শুধু   বেদনার   ভার  ?


শোনো  কথা , হে  ঈশ্বর  ; দেখা দাও   নির্জনে  আমাকে  ;
বেদনার  পিপাসাকে  পূর্ণ  করো  সুখে   ।
হাসিটুকু দিও  মুখে , যেন  নাহি   করি  ভয়  ,
সহিতে  পারি সকল  বেদনা  ,
আকাঙ্খার   জ্বরে  নাহি কাঁপে   আমার   হৃদয়  ।
ক্ষুদ্র   মানুষের  কাছে  তুমি  পরাজিত  হলে  ,
তোমার  বুকের  মাঝে   থেকে  যাবে  কলঙ্কের   দাগ   ।
তুমি   কী   দেখনি  আজো  , আমার  হৃদয়ে  ,
বেদনার পিপাসার , অমৃতের  পিপাসার  কত  অনুরাগ   ?


**************************************