এখন  আমার বুকে লাগে না  শিশিরের  চুমো  ,
গোলাপের  বর্ণচ্ছটা দোলা  না দিয়ে বিবিক্ত  করেছে  মন   ;
সহজেই   তোকে কোলে  তুলে নিতে  পারি  হাঘরে  বালিকা  ।


এখন  আমার  দেহে রিরংসার  লোলুপ  দংশন  ,
বিষাক্ত  করে না  মন  ;
সম্পদের  মায়ার  বন্ধন  শিথিল  হয়েছে  নিমেষে   ,
সহজেই   তোমার   কোলে  শুয়ে  যেতে  পারি  প্রেয়সী  পতিতা  ;
তোমার দেহের  জ্বালা  ধুয়ে   দিতে  পারি  আমি  সমুদ্রের  জলে  ;
বিষাক্ত  চুম্বন  তুমি , ভালোবাসা  পেলে  যাবে   ভুলে  ।


এখন পূর্ণিমার   চাঁদের  চুম্বন , জাগায়না  প্রেমের  শিহরণ  ;
আকাশের  অগনিত  তারা  সন্নত  নয়ন মেলে   ,
মনের  গভীরে  দেয় না  স্বপ্নের  ছোঁয়া  ;
সহজেই   আমি  তোমার  লাঠি  হতে   পারি  ভিখারিনী  ।


এখন  পার্থিব  সুখের  স্বপ্ন  ভুলে গেছে  এই মন ।
বেদনার   বাতায়ন  শিয়রের  কাছে আছে খোলা  ;
এরপর   আমি  ধুয়ে  দিতে  পারি  দুহাতের  কালো  ;
ধুয়ে  দিতে পারি  নিদ্রাহীন  ধর্ষিতার স্তনদুটি  আমার  অশ্রুতে ,
শুয়ে  যেতে  পারি  তার  কোলে   ;
সহজেই আমি  মরে  যেতে  পারি  পথে  ,
সংসারের   সব কিছু  ভুলে  ।


**************************************