অনেক  বেদনা  পাওয়ার  পরে , আজ  আকাশের  কাছে  নিঃশব্দে  কাঁদলে ;
আকাশ  ওর  বুকে  মিশে  যেতে  বলে ।
আজ  পাহাড়ের  বুকে  শুয়ে  গেলে  ;
পাহাড়  স্থির  হয়ে  যেতে  বলে ।
আজ  সমুদ্রের  জলে  দুঃখের  কথা  জানালে  ;
সমুদ্র  ওর  বুকে  ভেসে  যেতে  বলে ।
আজ  বৃক্ষের  ছায়ায়  নিদাঘে  দাঁড়ালে  ;
বৃক্ষ  ওর  মতো  কুঠারাঘাত  সহিতে  বলে ।


ওরা  সকলেই  চুপ  করে  আঘাত  সয়েছে  ;
পৃথিবীতে  কতবার  প্রাকৃতিক  দুর্যোগ  এসেছে  ,
ওরা  তবু  সয়েছে  সব  ব্যথা  ;
ভেঙ্গেছে   কী  ওদের  নীরবতা  ?


ভেবেছি  ওদের  মতোই  মূক  হয়ে  রবো  ;
দুঃখের  ঘ্রাণ  বুকে  নিয়ে  পাহাড়ের  কোলে  ,
সমুদ্রের  জলে ,  আকাশের  বুকে  স্থির  হয়ে  যাবো  ।


কুঠারাঘাত  সয়ে  বৃক্ষের  ছায়ায় , মানবতায়  চির  স্থির  হবো ।


**************************************