শৈশবে মায়ের হাত ধরে দেখেছি নারীর প্রসববেদনা  ;
মা কী জেনেছিল শিশুর হৃদয়ে আতঙ্ক নিয়ে থেকে যাবে নারীর বেদনা  ?
আজো সেই বেদনার ঘ্রাণ সুপ্ত আছে হৃদয়ে আমার  ;
আমার বুকের মাঝে ঘুমিয়েছে ব্যথা রেখে  ,
দুরন্ত শিশুর মতো হামাগুড়ি দিয়ে যায় বুকে  ।


প্রসববেদনা নিয়ে এখনো নারী আঁধারের বুকে কী ঘুমায়  ?
পৃথিবী যখন নিশ্ছিদ্র রাতে নিঝুম হয়ে যায়  ?
কী নিদারুণ বেদনা , চোখে জল আসে নেমে  ;
প্রসব বেদনার স্মৃতি আজো ক্লান্তি নিয়ে ঘামে  ।


আজ এই পড়ন্ত বেলায়.....................
নারীর কাছে স্নেহ নয় , ছলনা নয় , দেহ নয় , নয় ভালোবাসা  ;
মায়া নয় , ছায়া নয় , জিগীষা নয় , নয় কোন আশা  ;
শুধু দু ফোঁটা চোখের জল ভিক্ষা চাই আমি  ।


কে  দেবে চোখের জল  ?
মুক্তোর মতো টলটলে অশ্রুবিন্দু দুটি  ?
যেখানে নারীর সর্বংসহা রূপ নেই  ;
দাসত্বের ছবি নেই ;
জিগীষার ছবি নেই  ;
প্রসববেদনার ছবি নেই  ;
শুধু আছে মায়ের মমতা  ।
সেই দু ফোঁটা চোখের জল মায়ের মতো  ,
বেদনার গ্রাস থেকে আমাকে মুক্ত করে ,
কখন মিশে যাবে আমার হৃদয়ে  ?


************************************************