পাখি কী চাকরি করে  ? বেতন কত  পায়  ?
কোন সুধারস পেয়ে , পাখি সুমধুর গান গায়  ?


শিশু টাকা নয় , চকোলেট পেলে খুশি ,সদা হাসি মুখ  ;
ধুলি মাখা দেহে , ফড়িঙ দু হাতে ,পায় শিশু কত সুখ  ।


ফুল ফোটে কত গাছে , করে যায় গন্ধ বিতরণ  ;
ঝরে যায় ফুল গন্ধ বিলিয়ে , পরের সুখে ফুলের মরণ  ।


মানুষ চতুর তাই , টাকা ও বিলাসের দাস হয়ে মরে  ;
আনন্দ ও সুখ নিমেষে , চলে যায়  বহুদূরে  ।


আনন্দ পেতে হলে মনে  , কত টাকা লাগে  ?
অল্পে সন্তুষ্ট হলে , নিভৃত হৃদয়ে সুখ জাগে  ।


প্রকৃত মানুষ হয়ে গেলে , কী আর বাকী থাকে  ?
সুখ , আনন্দে ভরা , সৌরভও থাকে বুকে  ।


অনেক পাওয়ার পরেও , মানুষ ভুলে গেছে আনন্দের গান  ;
আনন্দ সহজে পায়  , সরল শিশুর মতো যার মন প্রাণ  ।


************************************************