আমার মনের মাঝে মেঘ নেমেছিল  
আমার বিছানায় সেদিন মেঘ নেমেছিল
আমার বাতায়ন পথে মেঘ নেমেছিল  ;
শুধু সকালের অবাক সূর্য মেঘের তলপেট চিরে
ভোরের আদুরে ঘুমের মতোই থমকে গিয়েছিল তোমার শরীরে  ।
স্পষ্ট করে তুলেছিল শরীরের রূপ  
স্পষ্ট হয়ে উঠেছিল প্রেমের যত দাগ  ,
বুঝেছি এত মাস প্রেমের গভীরে শুয়েছিল কত অনুরাগ  ।


তুমি হেসে বলেছিলে যা দেখছ আমার শরীরে  
তা সূর্যালোক নয়  ,
আমার শরীর জুড়ে হাসছে আজ প্রেমের শরীরী রূপ  
মায়ের মমতা সূর্যালোকের মতো হয়েছে নিঝুম  ।
তোমার সন্তান আমার গর্ভে ঘুমিয়ে রয়েছে  
ভাঙ্গাবে না তুমি তার ঘুম  ।
***************************************************