কৈশোরের প্রেম একদিন আগুন নিয়ে খেলেছিল হৃদয়ে আমার ;
তাকে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে দিয়ে এসে
আমি শুয়ে গেছি নিভৃতে নিদাঘে ।
ভেঙ্গে ফেলেছিলাম পুরনো আসবাবপত্র
ছিঁড়ে ফেলেছিলাম আগুনে ভরা প্রেমের চিঠিগুলি ,
যে আয়নায় দেখেছিল মুখ সুরভি আমার
তাও ভেঙ্গে ফেলে কেঁদেছি অনেক ।
সেই প্রেম আমাকে আগুনে দগ্ধ করেছিল
কিন্তু সুরভিকে আমি পৌঁছে দিয়েছিলাম সতীত্বের ভোরে ।
কী পেয়েছি আমি কৈশোরের আগুনভরা প্রেমে ?
কিছু নয় , সেই প্রেম আমার হৃদয় হৃৎপিন্ড দগ্ধ করেছিল
আমাকে একেলা ফেলে রেখে চলে গিয়েছিল ।


তাকে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে দিয়ে এসে
চোখের জলে দেখেছি নিজের মুখ ;
কখনো আমি তার দেহকে কাছে পেয়েও স্পর্শ করিনি ।
আমি বড় বোকা , তাই নিরন্তর প্রেমের আগুন নিয়ে খেলা
কখনো বুঝিনি ।
*************************************************