গ্রামের ঢেঁকির শব্দ স্তব্ধ হয়ে গেছে
মুছে গেছে কৃষকের নবান্নের ধ্যান ;
কে এসে ছিনিয়েছে সন্ধ্যাদীপ শাঁখের আওয়াজ
তাই ভাবি মনে ।
বিষণ্ণ ঘরের কোনে সারাদিন মায়ের অভাবে কাঁদে শিশুমন ,
তার চোখের জলে নিষ্প্রদীপ সন্ধ্যা নেমে আসে ।


শিউলি ঝরে পড়ে, ক্রন্দসী কেঁপে উঠে,
ধোঁয়ার কুন্ডলী ঝাপসা করেছে আজ জীবনের  স্থিতিশীলবোধ
মানুষের মনের করুনা ,
মনুষ্যত্ব মরে গেছে বেঁচে আছে ভোগের বাসনা ।
কোথায় হারিয়ে গেছে মানুষের সরল মন ?
কোথায় হারিয়ে গেছে উৎসবের মিলনের ক্ষণ ?
এখন শুধু যন্ত্রদানবের লোভের আহ্বান
মানষকে অন্ধ করে ,
বন্ধ করে ঘরে ।


কাঁদছে পড়ে কৃষকের ফসলের জমি ,
মা আজ সন্তানকে কোলে নিয়ে দেয়নি কাজলের টিপ
গায় না ঘুমপাড়ানিয়া গান ;
সব কিছু মুছে গেছে শুনি শুধু যন্ত্রদানবের লোভের আহ্বান ।


**********************************************