( প্রতি যুগের কবিতার মতোই আধুনিক গদ্য কবিতার আলোকোজ্জ্বল দিক যেমন আছে তেমনি অন্ধকারাচ্ছন্ন দিকও আছে ।আধুনিক গদ্য কবিতার  বিরূপ সমালোচনা করা আমার উদ্দেশ্য নয়  ,ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করাও উদ্দশ্য নয়  । নির্মল ও তির্যক দৃষ্টিভঙ্গী  নিয়ে নিজেরই দোষ দুর্বলতাকে আঘাত করে হাস্যরস,ব্যঙ্গরস প্রকাশ করাই আমার উদ্দেশ্য ।কবি বন্ধুরা সেইভাবে ছবিতাকে গ্রহণ করলে আমি খুশি হবো  )


                      আধুনিক গদ্য কবিতার বই ?
                         এতো নয় জ্যান্ত কই ,
        গ্রীষ্মকালে  খেতাম ভালো হত যদি মাথা ভাঙ্গা দই ।


                     আধুনিক গদ্য কবিতার মানে  ?
                      বুঝছিনা ,আমার বাপ জানে  ?
     তার চেয়ে বলতে পারো ,মগজে আমার তরবারি কেউ হানে  ।


                            জটিল কিছু শব্দ ?
                           করছে আমায় জব্দ ,
              গদ্যের ফাঁকা সড়ক কবিতায় আছে স্তব্ধ  ।


                          কবি যা ইচ্ছে লিখুক  ,
                        পাঠক ব্যাটা ভেবে মরুক
            আমার ভাবার সময় নেই ,চাই না হতে ভাবুক  ।


                         পরিবর্তন ,যুগের যন্ত্রণা  ?
                          ভেবেও কিছু পাচ্ছি না  ,
        মনে হচ্ছে সপ্রতিভ বীণপাণির সুরার নেশা মিটছে না  ;
         হারালো কোথায় বীণাপাণির বীণার সুরের মূর্ছনা  ?


              সত্যি কথা বলতে গিয়ে ভয়ে লজ্জায় মরি  ,
            গদ্য কবিতা তবুও পড়ি , সত্যি বলছি মাইরি  ।


********************************************