সহস্র আঘাত আর বৃশ্চিকদংশন নিয়ে
যাদের ভাঙ্গেনি এখনো জীবনের স্থিতিশীল বোধ ,
তারা আঁধারের বুকে শুয়ে আছে  ।
সেইসব মানুষ আজো বিশ্বাস করে
সত্য, শান্তি ,দয়া, প্রেম, অধ্যাত্মচেতনা  ,
সময়ের জটিল  ঘূর্ণাবর্তে তারা মৃতপ্রায় হয়ে গেছে ।


তাদের শরীর ছুঁয়েছে কত কালোরাত  ,শকুনির নখাঘাত ,
তবু তারা অটল এখনো সাধনার বুকে  ;
তাদের কথাও কেউ শোনে না কখনো ,
শোনে শুধু পশুপাখি  ,বোবা মানুষেরা
দেশের বোঝা যেন তারা  ;
পৃথিবী ঘুরছে ঠিকই তাদের প্রেম আর বিশ্বাস ছাড়া  ।


এদের বসন্ত কেটে গেছে ঝড়ের সংকেতে  ,
ফাল্গুনের বৈকাল রেখে গেছে রক্তের দাগ
এদের  যৌবন জ্বলে গেছে নরখাদকের হিংসার অনলে  ,
পায়নি কখনো খুঁজে আশ্বাসের তটভূমি  ।
প্রকৃত মানুষ হলেও তারাই আজ হয়ে গেছে পর
যাদের ইঙ্গিতে চলে দেশ আর সমাজের নিষ্ঠুর নিপীড়ন
তারাই কেটেছে আজ মনুষ্যত্ব বিবেকের কোমল জঠর   ।


তাই মনে হয় সেই সব মানবতার পূজারী যেন
আঁধারের বুকে শুয়ে আছে  ,
বুকে তাহাদের জেগে আছে ভয়  ;
দুরন্ত ঝঞ্ঝার বুকে ওলটপালট খায়
সেইসব সাধকের কম্পিত হৃদয়  ।
তবু জানি তারা শেষে পৌঁছে যাবে আলোকের স্রোতস্বিনী তীরে


পেয়ে যাবে অমৃতের স্বাদ ,জীবনের  জয়  ।


********************************************