অনন্ত ঘুমের বুকে ঘুমিয়েছে সুরভি আমার
কতকাল জেগেছিল ,দৃষ্টি মেলে খুঁজেছিল পৃথিবীর সুখ  ,
সেই অনন্ত ঘুমের নাম মৃত্যু বুঝি, যেখানে নিভে গেছেসুরভির প্রাণ  ?
বিষের জ্বালায় জ্বলে দিশাহারা হয়ে
দৃষ্টি মেলে পেয়েছিল অসুখের  ঘ্রাণ  ।

আজ অনন্ত ঘুমের দেশে চলে গেছে দূরে
কতকাল ধরে রাত জেগে ছিল যেন বুকের ভিতরে ,
এখন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছে ঠাকুরপুকুরে  ।
এখনো তন্দ্রার ঘোরে ডাকে সে নির্জনে আমায়
যে বেদনা সুপ্ত ছিল মৃত্যুর দ্বারে ,
ধুয়ে দিতে পেরেছে কী প্রেমের গভীরে  ?

মনে হয় সুরভি  ঘুমায়নি আজো
হয়নি এখনো ছিন্ন প্রেমের বন্ধন ;
সেই ঘুম শেষ হবে আজই
নিদাঘের বুক চিরে কেঁদে যাবে তাহার ক্রন্দন ।
ক্যান্সারের রূপ নিয়ে মৃত্যু মরে গেছে  ,
সুরভি আবার পাবে নতুন জীবন  ।

ঘুমিয়েছে ,অনন্ত ঘুমের বুকে ঘুমিয়েছে
মৃত্যুর ঘ্রাণ পেয়ে সুরভি আমার ,
দিয়ে গেছে যত ছিল সংসারের ভার ।
এখনো সে চলে আসে কতবার
এসে বলে চুমু দাও প্রিয়তম সুন্দর আমার ।
তাহার অনন্ত ঘুমে মিশে গেছে প্রেম  ,
নীরব হয়েছে কপট ছলনা ,বেড়ে গেছে দুঃখের জ্বলুনি
কখন শাসাতে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়েছে
তাহার দক্ষিণ বাহুর শীতল তর্জনী  ।


********************************************