এই পড়ন্ত বেলায় তুই পাহাড়ে উঠতে বলছিস কেন  ?
শিখর থেকে পড়ে গেলে
আমি কী বাঁচবো  ?
যৌবনে কতবার  সেই পাহাড়ে উঠেছি
দেখেছি ঘরবাড়ি মানুষের রূপ ,
নির্জনতা সেখানে আমাকে নিয়ে খেলা করে গেছে
লুকোচুরি খেলা ।
সেদিন  পিছুটান ছিল না হৃদয়ে
ছিল না জীবনে মায়ার এতো লীলা  ।


সেদিন আর নেই ,আজ কেন পাহাড়ে উঠবো  ?
তোর বিয়ে হলে নাতিনাতনীর মুখে হাসি দেখবো  ,
তাদের হাত ধরে হাঁটবো ,
চুমু খেয়ে তাদের সঙ্গে ঘুমবো
তখন যদি পাহাড়ে উঠতে বলিস চেষ্টা করে দেখবো   ;
তবে একেলা নয় ,তোদেরও সঙ্গে নিয়ে উঠবো  ।


এই পড়ন্ত বেলায় তুই পাহাড়ে  উঠতে বলছিস কেন ?
শিখর থেকে পড়ে গেলে
আমি কী বাঁচবো  ?
অসময়ে কেন   মরবো  ?


******************************************