------------------------* * * * * *----------------------------
( পৃথিবীর এক আশ্চর্য তাজমহল (১৬৩২) ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত আগ্রায় অবস্থিত । মোগল সম্রাট শাহজাহান তাজমহল সৃষ্টির দ্বারা তার প্রিয়তমা পত্নী মমতাজমহলের প্রেমের স্মৃতিকে অমর করে রেখেছেন । ইহা মোগল স্থাপত্যের উজ্জ্বল দৃষ্টান্ত । শাহজাহান নিজের উপার্জনের অর্থ থেকে নয় , ধনী ও দরিদ্রের কাছথেকে কর আদায় করে ইহা তৈরী করিয়েছিলেন । তাজমহল পৃথিবীর মানুষের মনে ভালবাসা ও সৌন্দর্যের অনুভূূতি জাগালেও গভীর ভাবে চিন্তা করলে এর মধ্য থেকে সৌন্দর্য ও ভালবাসা অন্তর্হিত । )
------------------------* * * * * *----------------------------


তোমার রূপের মাঝে ঘুমায় কী পূর্ণিমার চাঁদ   ?
নিষ্প্রাণ পাথরে কেন চুপ করে আছ মমতাজ  ?
তাজমহল  কত সুন্দর তুমি পৃথিবীর মানুষ তা জানে  
কবিগুরুসহ কত কবি  বিহ্বল হয়েছে তব প্রেমে আর গানে ।
স্মৃতির কন্দরে প্রেমের প্রদীপখানি জ্বালিয়ে রেখেছে  শাহজাহান ,
পৃথিবীর এক আশ্চর্য তুমি ,সবার হৃদয়কে আজো কর আহ্বান  ।
তুমি কী কাঁদছ শুয়ে মমতাজ  , মোগল সম্রাজ্ঞী   ?
হৃদয়বেদনা কী শোকাশ্রু ধারার মতো ঝরে যায় পাথরের বুকে ?
জানি আমি ,সম্রাটের খেলনাপাতির মতো তুমি ছিলে প্রাসাদ  ভিতরে ,
তাজমহলের বুকে মজুরের অশ্রুকণা আমাকেও ব্যথাতুর করে  ।


নিভৃতে একাকী আমি কানে শুনি আজো তোমার কান্নার সুর   ,
মোগল হারেমে নারীর সম্মান কী ধুলায় হয়নি ধূসর  ?
মমতাজের কান্না শুধু ঝরে পড়ে , তাজমহলের পাইনি অন্তর  ।
নিষ্প্রাণ পাথরের বুকে প্রেম নেই ,ক্ষুধাতুর মানুষের কান্না শুনি রোজ
ভারত সম্রাট কোনদিন পেয়েছে কী নিরন্ন মানুষের খোঁজ  ?
কত অশ্রু ,ভ্রাতৃরক্ত পাষাণ হৃদয় ছুঁয়ে বয়ে গেছে  সন্ধ্যায় প্রভাতে ,
মমতাজও কাঁদছে যেন নিষ্প্রাণ বুকের মাঝে নীরবে নিভৃতে  ।


তুমি হতে না সৃষ্টি ক্ষুধাতুর মানুষেরা সম্রাটের যদি  হত প্রিয়  ,
কোষাগারের অর্থ সব বিলিয়ে দিতে হত
ব্যথাতুর  , ক্ষুধাতুর মানুষের দুঃখের বিথারে ।
তাই মনে হয় পূর্ণিমার চাঁদ নয় ,তোমার দেহের ভাঁজে আছে অমানিশা ,
তোমার বুকের মাঝে পাষাণ হাসে ,কাঁদছে যেন মানবতার ঊষা  ।
আমার প্রাণ কাঁদে তাজমহলের আকাশে বাতাসে ,
তোমার উজ্জ্বল রূপে তাই মনে হয় রক্ত আর অশ্রু শুধু ভাসে ।


আমি শান্তি পাই ভাঙ্গা মন্দিরের বুকে শুয়ে মিশে  ,
ব্যথাতুর উলঙ্গ যত শিশু সেই নির্জনে খেলা শেষে
আমার মনের মাঝে সেখানেই হাসে  ।



*************************************************