যেদিন পৃথিবী থেকে চলে যাবো আমি
হয়তো সেদিন থেকে যাবে তুমি , তোমার হৃদয ।
বিরহ বেদনার বুকে শুয়ে দেখে যাবে চাঁদের আলোক
তোমার বুকের মাঝে থেকে যাবে স্মৃতি হয়ে কিছু মুথা ঘাস
তখনো হয়তো ধরায় ফুটবে এত ফুল
তখনো মানুষ করে যাবে ভালোবেসে ভুল ।


বেঁচে থাকার ঘ্রাণ নিয়ে বারংবার অন্ধকারে শুয়ে
সেদিনও কী তোমার অভিমান থেকে যাবে ?
সেদিনও কী তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে ?
তাহলে আজই চলে যাও দূরে
কোন এক নির্জন দ্বীপের মাঝে ,
যেখানে মনুষ্য নামক প্রাণীর ভালোবাসা নেই ।


যেদিন পৃথিবী থেকে চলে যাবো আমি
সেদিনও কি পাখির মিষ্টি মধুর গান
তোমার প্রেমের মতোই সুখ এনে দেবে ?
যদি এনে দেয় কে শুনবে সেই গান ?
আমি ছাড়া তোমার শূন্য বুক
শুনবে কী সেই কলতান ?


*********************************************