আশা মা হৃদয়েআছ  তাই আজো জীবন সুন্দর ,
মনের মন্দিরে উজ্জ্বল হয় জীবনের প্রতিটি  প্রহর ।
কখনো নির্দয় শোক নীরবে অশনি সংকেত যদি আনে ,
তোমার স্নেহের স্পর্শে খুঁজে পাই জীবনের মানে ।
তোমার বুকের মাঝে হাসছে  দেখি অমলিন ঊষা  ,
তুমি আছ তাই মূকবধিরও খুঁজে  পায় ভাষা ।


এখনো জীবের অশ্রু মুছে যায় অভিমানী আকাশের বুকে ,
খদ্যোতের ম্লান আলো প্রাণের গভীরে  তব ছবি আঁকে ।
স্থবির ,মুমূ্র্ষু কভু হতাশা জর্জর হয়ে মরে না নির্জনে  ,
তুমি দুর্দিনেও ভরসা দাও ব্যথাতুর অসহায় প্রাণে  ।
দারিদ্রের বুকে শুয়ে আলো নিয়ে আছ মা নিভৃতে ,
প্রতিটি জীবের প্রাণে আশ্বাস  দাও প্রত্যেক প্রভাতে ।


তুমি এসে ছায়া দাও ক্ষুধাতুর মানুষের অন্তর গভীরে ,
মানুষ শান্তি পায় তোমার কোমল স্পর্শে পাতার কুটীরে ।
তুমি নিশিদিন রয়েছ জীবনে তাই জাগাও কুহক  ,
মৃত্যুর বুকে সজাগ এখনো জীবনের প্রেমের ঝলক ।
ছায়া দিয়ে মায়া দিয়ে জীবনকে ঘিরে আছ স্নেহের অঞ্চলে ,
ধর্ষিতার বুকেও  বাঁচার আনন্দ দাও নানা ছলেবলে  ।


কুহকিনী তুমি ,এখনো তাই গনিকা হাসিমুখে  সাজে  ,
জীবনের উচ্ছলতা ফুটে উঠে দেহের  ভাঁজে ভাঁজে ।
ভিখারিনীর লাঠিতে ভর দিয়ে নিয়ে আস সুখের আভাস ,
তোমার ভাষার স্পর্শে ফুল ফোটে,প্রাণে জাগে ঈশ্বর বিশ্বাস ।
আশার ভাষার স্পর্শে স্তব্ধ হয় জীবনের যত ম্লান  মুখ ,
অদ্ভুত আঁধারে দেখি শুয়ে আছে মানুষের শা্ন্তি ও সুখ ।


তুমি   আছ ,মানুষ তাই ব্যথার মাঝেও গায় গান ,
শোক ,দুঃখ,ভয় ভুলে নেচে উঠে মানুষের তৃষাতুর প্রাণ  ।


*******************************************